Sayed Govt. Hatem Ali College
Heads Up! Welcome to Govt Syed Hatem Ali College
Sunday, June 04, 2023
***২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তির ফলাফল আগামী ১৮/০৫/২০২৩ তারিখ বিকাল ৪ টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। <>
অধ্যক্ষ মহোদয়ের বাণী
সাগর বিধৌত নদ -নদী, তাল তমাল দ্বারা বেষ্টিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলা ভূমি এককালের বাংলার শস্য ভান্ডার ও প্রাচ্যর ভেনিস, বর্তমানে শিক্ষানগরী বরিশাল শহরের কেন্দ্র স্থলে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজটি অবস্থিত। ১৯৬৬ সালে বরিশাল শহরের বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ, জেলা প্রশাসন সহ সকল স্তরের জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দানবীর সৈয়দ হাতেম আলী সাহেবের আর্থিক সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৬ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই উচ্চমাধ্যমিক পর্যায়ে কলেজের ফলাফল খুবই সন্তোষজনক । প্রতিবছর বোর্ড পর্যায়ে মেধা তালিকায় ১-১০ তালিকায় কলেজটির স্থান থাকে। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক, ডিগ্রী পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা চালু রয়েছে এবং অনার্স পর্যায়ে ১২ টি বিষয় চালূ রয়েছে। বিষয় গুলো হল - অর্থনীতি, ইংরেজী, ইতিহাস, সমাজকর্ম, ইসলামের ইতিহাস, ইসলামিক স্ট্যাডিজ, জীববিদ্যা, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও মার্কেটিং । মাস্টার্স পর্যায়ে মোট ৩টি বিষয় চালু আছে। বিষয় গুলো হল - অর্থনীতি, মার্কেটিং ও ব্যস্থাপনা। আগামী শিক্ষাবর্ষ থেকে আরও কিছু বিষয়ে অনার্স ও মাস্টার্স খোলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রচুর বৃক্ষরাজি সমৃদ্ধ পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস, বিজ্ঞানের প্রতিটি বিষয়ের স্বতন্ত্র আধুনিক যন্ত্রপাতি সম্বলিত গবেষণাগার, ২ টি আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ পাঠাগার, বিশাল খেলার মাঠ, সাজানো গুছানো ছাত্রাবাস এবং দক্ষ শিক্ষক, কর্মচারী এ কলেজের গৌরব। বর্তমানে কলেজে প্রায় ৭০০০ শিক্ষার্থী অধ্যয়নরত, ৬৮ জন শিক্ষক এবং ৩২ জন কর্মচারী রয়েছে। কলেজে শিক্ষার সাথে সাথে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমও নিয়মিত অনুষ্ঠিত হয়। এতদসত্ত্বেও কলেজের শিক্ষার্থী সংখ্যানুপাতে শিক্ষক স্বল্পতা রয়েছে। যে কারণে ১৬ টি বিষয়ে পদসৃষ্টির প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অবকাঠামোরও বেশ সংকট রয়েছে যার সমাধান একান্ত জরুরী। শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদেও বর্তমান সহযোগিতা অব্যহত থাকলে অচিরেই এ কলেজটি বাংলাদেশের মধ্যে একটি সর্বশ্রেষ্ট কলেজে পরিনত হবে বলে আমি আশা করছি।


প্রফেসর মু. মোস্তফা কামাল
অধ্যক্ষ
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,
বরিশাল।